হাসি বুলি কণ্ঠ ধরি বাড়াই মিছা পিরীতি, ডুবাইলা শ্যাম অবলার জাতি। ধু হৃদেতে কালী রাখিয়া শ্যাম, মুখে মিছা মায়া দিয়া পুরাইলা মনস্কাম। লোকের বৈরী মোরে করি ছাড়ি গেলা কুমতি। আমার এখন একুল ঐকুল দোন কুল ডুবাইলা। কোন কামিনীর ফাঁদে গেলা, ও নাগর কানাই। আমার এই মনের দুঃখ কৈমু কারে ? কি জন্যে নিদয়া জানি হইলা […]
keyboard_arrow_right