আরে ভরিয়া সুবর্ণের ভরা না রাখিলাম ধারে। লহরে মারিয়ারে নৌকা ঠেকাইল বালুচরে রে নাইহরের বন্ধু। আরে কালা ধলা দুইটারে পাখী এই সংসারে চরে। আপনার মন পরিচয় নাই বিবাদ ঘরে ঘরে।। আহাদ আছিল রে প্রভু মিম জন্মাইয়া। ত্রিভুবন সৃজিল রে প্রভু কুদরুতে কল্পিয়া।। সবে বোলে কালারে কালা আমি বলি শ্যাম। কালার ভিতরে লুকাই রে রৈছে মওলার […]
keyboard_arrow_right