• ঘটেতে মাণিক্য ধন দেখিলে শান্ত হৈব নারীর মন
    ঘটেতে মাণিক্য ধন দেখিলে শান্ত হৈব নারীর মন। ধু ঘটে আছে পঞ্চজন মিলাই মিশিব তার সন তবে শান্ত হৈব নারীর মন। পঞ্চজনের সনমিল প্রাণের বন (বন্ধু) তবে যেদেখিবা বৃন্দাবন। কহে বহরাম মিত্রের কারণ যদি তেজ দিলের টলমল। তবে মিত্র দেখা পাইবা তে-মোহানী কদমতল। keyboard_arrow_right
  • দুঃখ সহিতে নারি অবলা পিরীতি করলাম কদমতলায়
    দুঃখ সহিতে নারি অবলা পিরীতি করলাম কদমতলায়। ধু বন্ধুর লাগি ভাবিতে ভাবিতে চিত্ত মোর হৈল কালা। উদাসিনী কৈলা মোরে দিয়া তুমি প্রেম-জ্বালা। প্রেম জ্বালা সহিতে নারি আমি অবলা। ঝাঁপ দিয়া মরিমু জলে না পাইলে চিকণ কালা। ভণে বহরাম হীনে বুঝ প্রেম-খেলা অল্প ব’সে কৈলে পিরীত সেই পিরীতের প্রেম ভালা। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ