দুঃখ সহিতে নারি অবলা পিরীতি করলাম কদমতলায়। ধু বন্ধুর লাগি ভাবিতে ভাবিতে চিত্ত মোর হৈল কালা। উদাসিনী কৈলা মোরে দিয়া তুমি প্রেম-জ্বালা। প্রেম জ্বালা সহিতে নারি আমি অবলা। ঝাঁপ দিয়া মরিমু জলে না পাইলে চিকণ কালা। ভণে বহরাম হীনে বুঝ প্রেম-খেলা অল্প ব’সে কৈলে পিরীত সেই পিরীতের প্রেম ভালা।
keyboard_arrow_right