ও শ্যাম বন্ধুয়া রে, ও বন্ধু, আমি তোমার দরশন ভিখারী রে, শ্যাম রে। ধু আর বন্ধের হাতে, তোতার ছাও ও আল্লা, খেওয়া ঘাটে নাইরে নাও রে; ও আমার খেওয়ানীরে খাইছে লঙ্কার বাঘে বা শ্যাম বন্ধুয়া রে। আর বন্ধের হাতে তালের পাঙ্খা ও আল্লা, তাতে রাধার নামটি লেখা রে। ও আমার কালার নামীটি কে দিল লিখাইয়া, […]
keyboard_arrow_right