কামিনী না কর গুমান শুন ধনি। যৌবন রূপ ধন না রৈবে নিদানি।। ধু আহ্মার বচন তোহ্মা না সাধিলা কাল। অবসর গেলে পাছে ঠেকিব জঞ্জাল।। না হকে বুঝল সখী তোহ্মা নাহি জ্ঞান। আসিতে যাইতে আসে নিশি শেষ বেআন।। কহে মছনতাজ সখী শুন দিআ কান। সুপুরুষের বোল কভু ন টলিবে জান।।
keyboard_arrow_right