চিকন গোয়ালিনি গো, রসের ময়লানি এইরূপ যৌবন গো তোমার জোয়ারের পানি। গো চিকন গোয়ালিনি। হায় বা’ গোয়াল রে, আড়ি কোথা ঘোর করিয়া মেঘে দিল ডাক। ভাঙ্গিল কাঁড়ারীর বৈঠা, নৌকায় লইল পাক। ভাগিনা কানাই হইল দুই পরিয়া ডাকাইত। ল’চিকন গোয়ালিনি।। হায় বা’ গোয়াল রে, দই বেচ, দুখ বেচ, আর যে বেচ লনী; দইবেচ আনাআনা, দুধবেচ’ পণ। […]
keyboard_arrow_right