রসিক চিনিয়া প্রেম করতে হয়, এগো অরসিকে প্রাণ দিলে আয়ু থাকতে মরতে হয়। বন্ধুরে রসিক জানি হইয়াছিলাম উদাদিনী, এগো প্রেমানলে জ্বলে হিয়া মরণের আর বাকী নয়। নিষ্ঠুর বন্ধের প্রেমানলে সদায় মোর অঙ্গ জ্বলে, এগো আশায় আশায় দিন গেল রজনী প্রভাত হয়। কিবা নর কিবা নারী যতই আছ প্রেমভিখারী, এগো নিষ্ঠুর প্রেমে না মজিবায় না করিয়া […]
keyboard_arrow_right