• ছুঁইয়ো না ছুঁইয়ো না কালা
    ছুঁইয়ো না ছুঁইয়ো না কালা ছুঁইয়ো না ছুঁইয়ো না মোরে।। আর খাইতে বসি’, ছায়া দিয়ো না, তোর অঙ্গে দেখি রে শ্যাম অপরূপ নমুনা। এ গো তোর গায়ে কিরণের দাগ কোন্‌ রমণীয়ে দিয়াছে তোর।। আর অতরাত্রি ছিলায় কার ঘর, গলে আছিল সোনারমালা ছিঁড়া একছি ল’র। ও তোরে বারে বারে করি মানা যাইয়ো না পরারি ঘরে।। আর […] keyboard_arrow_right
  • যার লাগি’ কান্দিয়া মরি দুই নয়ানে বইছে বারি
    যার লাগি’ কান্দিয়া মরি দুই নয়ানে বইছে বারি।। আর ফুলের মালা পরাইছি গলে চিকন কালায় বাজায় বাঁশী কদম্বের তলে। ওরে মনে লয় তার সঙ্গে যাইতম কুলমান ত্যজ্য করি’।। আর শরম হনে মরণ গো ভালো প্রাণ-বন্ধুর পিরিতে আমার জাতিকুল গেল। ওয় গো তোষের আনল জ্বলছে দেহায় ঘরে বঞ্চিতে না পারি।। আর মুজমিল নাগরে গো বলে লাগাইছি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ