মথুরা বাজারে যাই। পার করি দে নন্দের কানাই। ধু চলিছে রাধে মথুরা বাজার, ভাণ্ড-ভরি মাথে করি দধির পসার। ঘাঠে চৌকি নন্দের কানাই, বলে দধি দেরে খাই। নানা ভোলা নূতন যৌবনী, কি দিয়া মানাই যাইমু ঘাটোয়াল মাঝি ? তুমি কমল আমি ভ্রমর, একা কুঞ্জে চল সাধ পুরাই।। কহে হীন মোছন আলী রাই, দান করি নয়ালি যৌবন, […]
keyboard_arrow_right