সাজ এ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা। সব সখী নাগরী কুমারীক বেঢ়ি করএ বিবিধ সাজনা। লইয়া চাচরি বিনি জটা ছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা। মুক্তামালা ছড়া গুন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা। সিন্দূর প্রচুর যেন প্রাতঃ সূর স্থির-স্বর্ণ-প্রায় শোভনা। খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা। গাএত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝনু বাজনা।
keyboard_arrow_right