• সাজ এ কুমারী পরম সুন্দরী
    সাজ এ কুমারী পরম সুন্দরী শ্যাম উদ্দেশে গমনা। সব সখী নাগরী কুমারীক বেঢ়ি করএ বিবিধ সাজনা। লইয়া চাচরি বিনি জটা ছিরি সঞ্জোগে ত্রিপ্যাঁচ গুণনা। মুক্তামালা ছড়া গুন্থিল লড়া লড়া বিনি ফাঁসে কৈল গোপনা। সিন্দূর প্রচুর যেন প্রাতঃ সূর স্থির-স্বর্ণ-প্রায় শোভনা। খাচামত বলি শাড়ি গঙ্গাজলি সুন্দরী করিলা ভূষণা। গাএত পঞ্চম শব্দ মনোরম নূপুর রুনু ঝনু বাজনা। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ