মধুর মুরড়ি ধ্বনি শুনিতে সুস্বর। ভুবন মোহন রূপ চলহ মথুর।। ধু কি রঙ্গ দেখিলাম রে সই যমুনার কূলে। পুলকিয়া উঠে প্রাণ ছটফট করে।। কালিয়ার নাচনি চাইতে প্রাণি নিলহরি। ঝামরুঝামরু নাচে আপনা পাসরি।। মোহাম্মদ হানিফে কহে কি রঙ্গ দেখিলুম। মেঘেরে চলিআ যাইতে নিরক্ষি চাহিলুম।।
keyboard_arrow_right