কালা চান্দ, তুমি বলো বলো বলো না, পূরাইবায় নি মন-বাসনা। এগো জীবনেরি নাই গো আশা, কালাচান্দের দেখা বিনা।। আর জীবনদান করিলাম বন্ধুরে জানিয়া আপনা। এগো তুমি বিনে দুঃখীয়ার কে করিব যতনা।। আর প্রেম-ছাটা বড়ো লেঠা লাগলে ছুটে না। এগো, তুমি বিনে অন্য জনে মন আমারি মজে না।। আর অধম রইছে বলইন যে করিয়াছে দেওয়ানা। এগো, […]
keyboard_arrow_right