• যাবো রে এ স্বরূপ কোন্‌ পথে
    যাবো রে এ স্বরূপ কোন্‌ পথে। স্বরূপ আয় রে আয় এসে আমায় ব্রজের পথ বলে দে।। যার জন্যে ঝোরে নয়ন তারে কোথা পাব এখন যাব আমি শ্রীবৃন্দাবন, পথ না পারি আর চিনিতে।। দেখবো সেই সুন্দর কুমার মনে সাধ হয় রে আমার মিন্নতি করি তোমার সেই পথের উদ্দিশ জানিতে।। একবার সেই গোকুলের চাঁদ দেখলে জুড়ায় মোর […] keyboard_arrow_right
  • যার আছে নিরিখ নিরূপণ দরশন
    যার আছে নিরিখ নিরূপণ দরশন সইে পাইয়াছে, তার অন্যদিকে মন ভোলেনা একনাম ধইরা বসে আছে। এই ভাণ্ডের জল ঢেলে ফেলে শ্যাম বলে উঠাইলে আবার আধা যায় খাকে মিলে, –আর কি মিলে ? সেখানে নাই টলাটল সে অটল হইয়া বসে আছে। ফকির লালনের বাণী–ক্ষণে আগুন ক্ষণে পানি, কি বলবো সে নামের ধ্বনি সিরাজ সাঁইয়ের গুণী, সে […] keyboard_arrow_right
  • যারে ভাবলে পাপীর পাপ হয়ে দিবানিশি
    যারে ভাবলে পাপীর পাপ হয়ে দিবানিশি ডাক মন তারে। গুরুর নাম সুধা-সিন্ধু পান কর তাহাতে বিন্দু। সখা হবে দীনবন্ধু অন্য ক্ষুধা রবে না রে। যে নাম প্রহ্লাদ হৃদয় করে অগ্নির কুণ্ডে প্রবেশ করে, কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে হিরণ্য কৈশোরে মারে। বলেছে লালন, মন রসনা ভাবলি না শেষের ভাবনা মহাজনের ষোল আনা একদিন বলে তা […] keyboard_arrow_right
  • যে প্রেমে শ্যাম গৌর হয়েছে
    যে প্রেমে শ্যাম গৌর হয়েছে, সামান্য তার মর্ম জানা কি সাধ্য আছে। না জেনে সে প্রেমের অর্থ, আন্দাজী প্রেম ক’রছে কতো মরণ-ফাঁসী নিচ্ছে সে তো, পস্তাতে পাছে।। মারে মৎস্য না ছোঁয় পানি, হাওয়া ধরে বায় তরণী ওমনি জেনে প্রেম করণি, রসিকের কাছে।। গোসাঁই অনুসঙ্গী যারা এবে সে প্রেম জানবে তারা লালন ফকির পাগল পারা সে-প্রেম […] keyboard_arrow_right
  • যে যা ভাবে সে রূপ সে হয়
    যে যা ভাবে সে রূপ সে হয়। রাম রহিম করিম কালা এক আল্লা জগৎময়।। ‘কুল্লে সাইন মোহিত’ খোদা আপনা জবানে কয়ে এ কথা যার নাই রে বিচার, বুদ্ধি নাচার, পড়িয়ে সে গোল বাধায়।। আকার সাকার নয়, নরেকার এক জনা উদয়, নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি দেখা যায়।। একে নেহার দাও মন আমার ছাড়িয়ে […] keyboard_arrow_right
  • যে যাবি আজ গৌর-প্রেমের হাটে
    যে যাবি আজ গৌর-প্রেমের হাটে। তোরা আয় না মনে হ’য়ে খাঁটি ধাক্কায় যেন যাসনে চটে ফেটে।। ও সে প্রেম-সাগরের তুফান ভারি ধাক্কা লাগে ব্রহ্ম পুরী কর্মযোগে ধর্মতরী কারো কারো তাতে বেয়ে ওঠে চতুরালি থাকলে বলো প্রেমযাজনে বাধবে ফলো হারিয়ে সে সে দুটি কুল কাঁদাকাটি লাগাবে পথে ঘাটে।। আগে দুঃখ পাছে সুখ হয় সয়ে বয়ে কেউ […] keyboard_arrow_right
  • যে রূপে সাঁই আছে মানুষে
    যে রূপে সাঁই আছে মানুষে, তালার উপর তালা তাহার ভিতর কালা মানুষ ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে লা মকামে আছে নুরি সে কথা অকথ্য ভারি লালন কয় সে দ্বারের দ্বারী নইলে কি জানা যায়।। keyboard_arrow_right
  • রসিকের ভঙ্গিতে যায় চেনা
    রসিকের ভঙ্গিতে যায় চেনা। দেখ্‌ তার শান্ত চিত্ত ঊর্ধ্বরতি, হায় বরণ কাঞ্চা সোনা, সহজ হইয়া সরল বস্তু সেধেছে যে জনা, তার কাম-সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আঁটে না। চণ্ডীদাস-রজকিনী-তারাই প্রেমের ধন্য শুনি এমনি প্রেমিক কয়জনা ? তারাই এক মরণে দুইজন মরে, এমন মরা মরে কয় জনা। লালন শা দরবেশে বলে, শোন্‌রে কিনু বলি তোরে– […] keyboard_arrow_right
  • রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই
    রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই। (তখন) গুরু কার্য মাথায় থুয়ে কি করিরে কেমনে যাই।। আমি বলি আত্মারাম, নেওরে মুখে কৃষ্ণনাম, যাতে মুক্তি পাই। সে নামেতো হয় না রত, খাবো খাবো রব সদাই।। এমন পাখী কে পোষে, খেতে চায় সাগর চুষে কেমনে যোগাই। আমার বুদ্ধি গেল সাধ্যি গেল সার হ’লরে পেট্‌কো বাই।। আমি একজন […] keyboard_arrow_right
  • রাধার গুণ কত নন্দলাল তা জানে না
    রাধার গুণ কত নন্দলাল তা জানে না। কিঞ্চিৎ জানলে তো লম্পটো ভাব থাকতো না।। করে সে পিরিতি, নাই তার সুরীতি, কুরীতি ছলনা, বলে তাই সত্য দেখি অন্য ভাব না।। যদি মন দিলে রাধারে, তবে শ্যাম কুবুজারে স্পর্শ ক’রত না, এক মন কয় জায়গায় বেচে তাও ত জানলাম না।। চন্দ্রাবলীর সনে মত্ত কোন্‌ রসরঙ্গে ভেবে দেখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ