অকি অপরূপরূপে রমনী ধনিধনি। চলিতে পেখল গজরাজগমনী ধনিধনি। ধু কাজলেরঞ্জিত নয়ন ধনি ধবলভালে। ভ্রমরা ভোলল বিমল কমল দলে।। গুমান নাকর ধনি খিন অতি মাঝাখানি। কুচগিরি ফলেরভরে ভাঙ্গিআপড়িব জৌবনি।। সুন্দরী চান্দমুখি বচন বোলসি হাসি। আমি আবরিষে জানি জৈছে শরদে পূরণশশী।। শেখ কবিরে ভণে অহি গুণ পামরে জানে। ছলতান নছিরা শাহা ভুলিছে কমল বনে।।
keyboard_arrow_right