আমি করি গো মানা, শ্যামরূপ নিরখি গো জলে ঢেউ দিও না। যদি রূপ ধরিতেচাও হেগো পরাণসজনী জলেতে নামিয়া গোতোরা ঢেউ দিওনা। নাওয়ের মধ্যে পঞ্চজন, একজন কাণ্ডারী গো আমার তিনজন গুণারী। মাস্তুলেতে পাল চড়াইছি গো পরাণ সজনী, আমার মনাই ভাই বেপারী। সদাই শাহ ফকিরে কয়, হয়ে আউলা ঝাউলা গো সখী হয়ে আউলা ঝাউলা। আমি চড়াইছি রান্ধনেরজুইত […]
keyboard_arrow_right