ভ্রমে অভাগিনী না চাহিলাম গুণমণি। আসিল রে প্রাণবন্ধু, না কৈলাম দরশন, ধরি পড়শির বোল। (হাম অভাগিনী) বন্ধুআ নাগর গুণের সাগর, গোপত পরশ হার। (হাম্ অভাগিনী) পুরাণ পিরীতি, ছিল যথ ইতি, সেই সব লাগে ধান্ধা । (হাম অভাগিনী) এবে দিনে দিনে, চিত্ত বিঁধে ঘুণে, জিউ রহে মাত্র বান্ধা । (হাম অভাগিনী) কহে সমসেরে, গুণের সাগরে, এখনে […]
keyboard_arrow_right