• প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে
    প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে, দিবা নিশি ঝুরে মনে বসিয়ে । নিকুঞ্জ মন্দিরে থাকি, যেমন পিঞ্জরের পাখী গো, ও গো, দুধ-ছানা সাক্ষাতে আছে, প্রাণত গেছে চলিয়ে। শিকল পাখীর মত মন, সদায় করে উচাটন গো, ওগো, শত শত তীরের ফল, হৃদে আছে বিন্ধিয়ে। নাই আশা নাই ভরসা, পিঞ্জরে সদায় বাসা গো, ওগো, কোন কলে যমুনায় যাব, […] keyboard_arrow_right
  • প্রেমানলে অঙ্গ জ্বলে ভাবে ভাবে
    প্রেমানলে অঙ্গ জ্বলে ভাবে ভাবে প্রাণ যায় ওলো রাই চল রাই নদীয়ায়। তমাল-তরু-চিকণ-কালা, বংশী স্বরে দ্বিগুণ জ্বালা, ঘরে অরি কুব্জারাণী,অঙ্গ জুড়ে বিষে ছায়। চল সখি দেখি জলে, কুম্ভ বাঁধে দিয়ে গলে, নিদাগেতে দাগ লাগায়ে, চিত্ত চোরা কোথা যায়। নদীটির সোত উজান চলে, জল ভরিও দমের কলে, যতনে রাখিলে তারে, পূর্ণ-চন্দ্র দেখা পায়। এই নদীর নাই […] keyboard_arrow_right
  • বল গো সজনী আমায় কে ডাকে
    বল গো সজনী আমায় কে ডাকে, হৃদ্‌ মন্দিরে শব্দরোল নিশিদিন থাকে থাকে। পরম যতন করে, দিন যামিনী ডাকে মোরে, কুব্জারাণী মন্ত্র দিয়ে, দিন কাটিল ফাঁকে ফাঁকে। কংস বংশ চতুর্দিকে, দিবানিশি পারা থাকে, উত্তর দিতে বাঁশীর সুরে, বিঘ্ন ঘটায় বাঁকে হাঁকে। মোহ লোভে করে রোল, সেই ডাকে পড়িল গোল, গণ্ডগোলে দিন কাটিয়ে, কাজ কি হবে সন্ধ্যা […] keyboard_arrow_right
  • বল গো সজনী হেন কি শুনি কানে
    বল গো সজনী হেন কি শুনি কানে, মোহন স্বরে উদাস কৈল ঐ শ্রীবৃন্দাবনে। কে বাজায় কোথা বসে, চল সখী ছদ্মবেশে, গেলে পাব কোন দেশে, হারা হলেম মন প্রাণে। দু-করে ধরিয়ে বীণা, বাজায় কেবল তানা না-না, ভাবে কিছু না যায় জানা, খুঁজলে মিলে কুঞ্জবনে। আলিফ-লাম রা-র সনে, ঢোঁড় বাঁশী মন প্রাণে, টাইনে আন ধ্যানে ধ্যানে, পরশিবে […] keyboard_arrow_right
  • বাঁশী বাজলে কি আয়রে শশী
    বাঁশী বাজলে কি আয়রে শশী, বংশী ধ্বনি শুনলে আসে হয়ে মন উদাসী। বাঁশীর মূলে হৃদয় খুলে, কান পাতিল যে জনা, শুনে ধ্বনি মাবুদ্‌ গণি, কেবলমাত্র শূন্যে বসি। ডাকে বাঁশী শূন্যে বসি, জগজ্জনে বেরিয়ে, প্রাণটি খুলে উত্তর দিলে, গলে লাগে তার ফাঁসি। মন-চোরা দিবে ধরা, ঐ মোহন বাঁশী রবে, বাঁশীর গতি হয়ে পান্থি, উলট কর কালনিশি। […] keyboard_arrow_right
  • বাঁশী ফুঁকে মনচোরা নাম ধরিয়ে ডাকে
    বাঁশী ফুঁকে মনচোরা,নাম ধরিয়ে ডাকে বাঁশী আলিফ-লাম-রা। বাজে বাঁশী মন উদাসী কদম ডালে লীলা, সঙ্কেত জানি বংশী ধ্বনি, ধর-গে’লো সই তরা তরা। টল্‌ টলাটল করতু অটল, আলিফ্‌ লাম মিমে, দালে লামে বাঁধে কামে মুর্শিদ বাণী করতু সারা। তিন তার গৌরাঙ্গ ঘুরে, চালাও তরী ভাব সাগরে, ডুব্ দিয়ে যা অতল নীরে, দেখবেরে মুখ হাসি ভরা। লুপ্তাকারে […] keyboard_arrow_right
  • বৃন্দাবনে কে টানে মুরারী ওলো
    বৃন্দাবনে কে টানে মুরারী ওলো বৃন্দবনে কে টানে মুরারী। মোহন স্বরে বাজে বীণা, শুনতে মধুর তানা না না, কে-বা বাজায় আমার সাক্ষাতে। (ওলো সজনী) আমি যদি জানি আগে, ভেরীটি ধরিত রাগে, তবে বংশী হৈত আপনা। (ওলো সজনী) সরল বাঁশের বাঁশী, তার সনে আছে শশী, তার তানে বৃন্দাবন হৈল প্রকাশ। দিন যামিনী ঝুরে মরি, হৃদয় পিঞ্জর […] keyboard_arrow_right
  • বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি
    বেশ ভূষণে সজ্জা করে পাড়ি দিতে যমুনারি পারবে না রে মনা বেপারি। সুরধুনী তটে যাইতে, গরল ছাইড়ে সরল হৈতে কাজ কিরে তোর একতার দু-তার, দস্তপান্না আর জটাধারী। কথায় কথায় শ্লোক বলে, রশি ফেলে লোকের গলে, ত্রিশ অক্ষরের মর্ম বলে, কাজ করিল দাগাদারী। উত্তর দিতে চাতুরালি, অন্তরে তার কেবল খালি, শরার হুকুম সকল ফেলি, দীর্ঘ কল্‌কি […] keyboard_arrow_right
  • ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে
    ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে, গো প্রাণের সজনী, গোপালে রাখিও সযতনে। গোপাল রাখিও সযতনে। গোপাল কোথা আমি কোথা, পড়ে রলেম যথা তথা, কংস আদি বসিল সাক্ষাতে। (গো প্রাণের সজনী) কংস রাণীর ধ্বংস চিত, বসিল গাইতে গীত। মোহন স্বরে পোষিল যামিনী। (গো প্রাণের) নাতিন আমার সঙ্গগত, হার খুসী অবিরত, খেম্‌টা তালে হৈল মাতোয়ারা । […] keyboard_arrow_right
  • মনে বুঝে নারে কি হৈল প্রমাদ নিশিদিন
    মনে বুঝে নারে কি হৈল প্রমাদ নিশিদিন শুনতে চায় কংসের সংবাদ। কংসরাণী কুলনাশিণী গোয়ালিনী সনে, বাড়িল নাগরের পীরিত টপকাবাজা গানে। বারেবারে নিষেধি তায় প্রবোধ নাহি মানে, টিস্কিতে না পারে ঘরে, দৌড়ে হেছ্‌কা টানে। কাম কামিনী মদন বাণে, নিয়ে যায় তারে, আহার বিহার করে যশোদা মন্দিরে। দিন যামিনী ঘুরে ফিরে নাহি লয় স্থিতি, অকস্মাৎ আসি তার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ