• অঞ্চলে ঢাকিয়ে রূপ বিরাজে ঘরে ঘরে
    অঞ্চলে ঢাকিয়ে রূপ বিরাজে ঘরে ঘরে ওলো সখি নেহারি মিহিরে। মান আরাফা নফছাহু, ফাকাদ্‌ আরাফা রাব্বাহু, ভাবে ভাবে জানতে পারলে, চন্দ্র ফুটে অন্ধকারে। ধুড়িলে বন্ধুরে পাবে, এমনি ধন কি নিয়ে যাবে ? প্রথমে তালাশ কর, মোহাম্মদী ঐ নুরে। রসিক চাঁদের হাটে যাবে, তথা মাথাটি মুড়াবে, ছেতার বাজার কল শিখিয়ে , ছুলতান পুরের চলবে পারে। দূর্বীনেতে […] keyboard_arrow_right
  • আমার মন মজরে ঐ মোহন বাঁশী রবে
    আমার মন মজরে ঐ মোহন বাঁশী রবে, দিন যামিনী বাজে বীণা আমি তার হব কবে ? আকাশে পাতালে সত্য এক ডুরির বাঁধা, যার চিত্তে প্রেম নাই শুন্‌তে লাগে ধাঁধা। কত মতে বলিরে মন উত্তর তব নাই, চোর আসি প্রবেশিলে মাণিক রবে নাই। নব রঙী কোঠা দেখ আছে সারিসারি, কি মতে খুলিব তালা বুঝিতে না পারি। […] keyboard_arrow_right
  • ওলো সজনী সে ত সন্নিধানে
    ওলো সজনী সে ত সন্নিধানে, চুপি চুপি-বাজাও ভেরী, বাজাও বৃন্দাবনে। দমকলে মুরারী টান হাফজ দমভরিয়ে, কল্‌টিপিয়ে কল্পনাতে ডাইনেবাঁয় আনে। দুর্‌বিণেতে ধ্যান ধর গুল্‌বন খেছিয়ে, আবজালালে মারে বৈটা দীলদরিয়ায় টানে। সুরধুনী তীরে বাতি কিরণের ছটা, হৃদয় উদয় কর পূর্ণমাসি চাঁনে। দম ভরিয়ে দম সাধনে চিত্তে হও চতুর, যমুনাতে ঝাম্প দিয়ে ধৈর্য ধর আসনে। আসনেতে শুদ্ধমতি দুর্‌বিণ […] keyboard_arrow_right
  • কংসের পীরিতে দিন গেল ওলো সজনী
    কংসের পীরিতে দিন গেল ওলো সজনী নন্দের ভজনে দিন গেল। কল্‌মা পড় কল্‌মা দড় শুনিতে মধুর, কল্‌মার অন্তরের ধন আছে বহু দূর। নমাজ পড় রোজা রাখ জগতে মাশুর, নমাজ মেরাজ হনে আমি রৈনু দূর। না ভজিলাম পীর মুর্শিদ না চেন্‌লাম আমান, ছখরাত দুষমণ ঘাটে লুটিব ঈমান। অন্ধকার ধন্ধকার গোরের মাঝারে, মনকীর নকীর যাবে ছুয়ালের তরে। […] keyboard_arrow_right
  • কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা
    কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা আমার মন পাখী হৈলরে হরবোলা। কখন বধূ কখন সাধু, কখন ভূতের চেলা, দিন যামিনী ভূত বেগারে মন করে উতালা। কখন পানী কখন বহ্নি কাম সাগরে মেলা। বেদ-বেদান্ত আদেশ মানা করে অবহেলা, বারে বারে ডাকি তারে, পিঞ্জর রাখে খোলা, দিগ-দিগন্তর উড়ে চলে আঁখি না রাখে মেলা। গেলে পাখী আয় না […] keyboard_arrow_right
  • কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত
    কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত, কেন বসিয়াছ বিরহেতে। হাতে পরা সোনার বালা, গলে শোভে মোহন মালা, পদে নুপূর করে ঝুনুর ঝুনুর (বা নন্দের সুত) কার কামে মজিয়ে এথা, বেহার কর যথা তথা, ইষ্ট-কুটুম ত্যজিয়ে সকল। (বা নন্দের সুত) ঘরে বধূ রূপসিনী, সাজে আছে দিন যামিনী, পূর্ণচন্দ্র গগন মোহন। (বা নন্দের সুত) চোখ থাকিতে দিনের […] keyboard_arrow_right
  • কেন পরিহর অনাথেরে বা মনে স্বামী
    কেন পরিহর অনাথেরে বা মনে স্বামী কেন পরিহর অনাথেরে। আমি যখন কিছু নয়, তুমি মন মহাশয়, ভেল্কি দিয়ে জগত ভুলাও। আমি তোমার পালা পাখী, যথা রাখ তথা থাকি, তবে কেন অপরাধী আমি। এক হস্তে ফেলিয়ে দেও, অন্য হাতে কোলে নেও, যাদুবাজি বুঝিতে সংকট। তোমার হাতে মহামারী, টান পড়িলে রৈতে নারি, তবে কেন রহিলে অন্তর। ওহে […] keyboard_arrow_right
  • চল গো সজনী যাই ঐ শ্রীবৃন্দাবনে
    চল গো, সজনী যাই ঐ শ্রীবৃন্দাবনে, পুষ্প-মালা গলে দিয়ে দেখব রে দু-নয়নে। ত্রিবেণীতে বহে ধারা দেখ্‌তে চমৎকার, কি রে শুন্‌তে ভয়ঙ্কর, ওগো, পাড়ি দিলে মিলে পন্থ যাইতে গোলেস্থানে। গোলেস্থানে গোলাব মালা, উলট্‌ কলে ধরেছে, ওগো কোটি কোটি পাপড়ি মাঝে, ভ্রমর আছে আসনে। উল্‌ট কমল পুষ্পলীলা, ফুটলে হবে হাল বেহাল, ওগো, ধরতে গেলে না দেয় ধরা, […] keyboard_arrow_right
  • ডুব্‌ ডুব্‌রে বাউলের মন
    ডুব্‌ ডুব্‌রে বাউলের মন, ভাব সাগরে ডুব দিয়ে যা জন্ম মরণ করে পণ। দৃঢ় মনে শক্ত ভাবে প্রাণ করিলে সমর্পণ, ভাবে ভাবে ভাবের পুতুল হবেরে, তোর দরশন। পুতুল খেলায় পুতুল সাজে, বনমালী সাক্ষাতে, দেখা দিয়ে গুপ্ত ভাবে গুম্‌ হয়ে যায় সেই রতন। ডুবলে বাঁচে ঐ সাগরে, ভাসলে তোমার হয়না ফল, চরণ তরী চড়গে রে মন, […] keyboard_arrow_right
  • তোরা কে কে যাবে গো সজনী বৃন্দাবনে
    তোরা কে কে যাবে গো সজনী বৃন্দাবনে, আমি যাব কালিয়ার বংশী তানে। একি হেরি চমৎকার, আলোকে আঁধারে তার, বহুরূপে একাকার, নিশি দিবা বাজ বীণে। ধর্‌তে গেলে না দেয় ধরা, অধরায় ধরিয়ে ধরা, হয়ে যা তুই জীতে মরা, ঐ মোহন বাঁশী সন্ধানে। এ ব্রহ্মাণ্ডে আর কি আছে, যা আছে নরত্ব কাছে, মুক্তি-পদ তোর সদা যাচে, কেন […] keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ