কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত, কেন বসিয়াছ বিরহেতে।
হাতে পরা সোনার বালা, গলে শোভে মোহন মালা,
পদে নুপূর করে ঝুনুর ঝুনুর (বা নন্দের সুত)
কার কামে মজিয়ে এথা, বেহার কর যথা তথা,
ইষ্ট-কুটুম ত্যজিয়ে সকল। (বা নন্দের সুত)
ঘরে বধূ রূপসিনী, সাজে আছে দিন যামিনী,
পূর্ণচন্দ্র গগন মোহন। (বা নন্দের সুত)
চোখ থাকিতে দিনের কাণা, বাহ্য ক্ষেত্রে আনাগোনা।
চাইলে নারে কাঞ্চন মালা রূপে। (বা নন্দের সুত)
বনে থাক আগর মাথ, রিপু-কুল সঙ্গে রাখ,
সংহারিব সুযোগ পাইলে । (বা নন্দের সুত)
ছেতারে ধরিয়ে তার, তারে তারে কর সার,
বাজলে পরে ঘুচিবে সংকট । (বা নন্দের সুত)
দীনহীন জহুর মাত্র খালি, সৈয়দ ইজাবত আলি,
পিতা তার মধুপুরে ঘর। (বা নন্দের সুত)।