অঞ্চলে ঢাকিয়ে রূপ বিরাজে ঘরে ঘরে ওলো সখি নেহারি মিহিরে।
মান আরাফা নফছাহু, ফাকাদ্‌ আরাফা রাব্বাহু,
ভাবে ভাবে জানতে পারলে, চন্দ্র ফুটে অন্ধকারে।
ধুড়িলে বন্ধুরে পাবে, এমনি ধন কি নিয়ে যাবে ?
প্রথমে তালাশ কর, মোহাম্মদী ঐ নুরে।
রসিক চাঁদের হাটে যাবে, তথা মাথাটি মুড়াবে,
ছেতার বাজার কল শিখিয়ে , ছুলতান পুরের চলবে পারে।
দূর্বীনেতে ধ্যান ধর, রেখা টাইনে ছবি কর,
প্রেমানন্দে প্রাণ ভরিয়ে, প্রাণের প্রাণ আন ঘরে।
নানা বর্ণে বর্ণমালা, তমাল তরু চিকন কালা,
বলরে ওমন আল্লা আল্লা, পাষাণ গলে নামের জোরে।
দিগ দিগন্তর পরকাশি, দেখা দিবে পূর্ণ শশী,
অচম্বিতে আগ্নেয়গিরি, দিবে যে আলো করে।
সে অগ্নিতে হৃদয় মণি, সাধন করে তত্ত্ব জানি,
চিত্তে হয়ে, চিন্তামণি, যত্ন করে পূজ তারে।
সে বিনে আর সব যাদু, ধুকাবাজি আছে শুধু,
বদ্ধ হয়ে মিছা মায়ায়, মজ না মন যাদুঘরে।
জহুর হৈল বন্ধু হারা, গলে রশি জীতে মরা,
ভাবে ভাবে তনু সারা, আর জানি কি আছে পরে।