আলোরে মুই রূপের নিছনি মরি যাই। ঐ রূপ রসিয়ার সঙ্গে কে দিব মিলাই।। ধু যবে ধরি দেখি আছি নাগর সুন্দর। অবিরত তনু ক্ষীণ হিয়া জর জর।। তরুয়া কদম্ব তলে ঐ রূপ রঙ্গিমা। নানা রস বাঁশীর সনে দিতে নারি সীমা।। কহে সৈয়দ নাছিরদ্দিনে পূরিয়া আরতি। সাহা আবদুল্লা পদে কয়িয়া ভকতি।।
keyboard_arrow_right