দেখ মাই অপরূপ নন্দ গোপাল। কপালে চন্দন ফোঁটা, বিনোদ টালনি ঝোঁটা গলে শোভে বকুল মাল।। ধু শ্রবণে কুণ্ডল দোলে, কটাক্ষে ভুবন ভোলে, শ্রীমুখ অতি অনুপাম। করতে মোহন বেণু, নির্মল কোমল তনু, অতসি কুসুম জিনি শ্যাম।। কটিতে পীতাম্বর, দেখিতে মনোহর, মুকুন্দ মোহন যদুরায়। দাঁড়াইয়া কদম্বতলে, সুনাদ মুরলী পূরে তিন লোক মোহিত যায়।। ফকির হবিব বলে, কানুরে […]
keyboard_arrow_right