সাএ সাএ কাঁ লাগি কৌতুকে দেখল নিমেষে লোচন আধে। মোর মন মৃগ মরল বেধল বিষম বান বেআধে।। গোরস বিরস বাসি বিশেষল ছিকেহুঁ ছাড়ল গেহা। মুরলি ধুনি সুনি মন মোহল বিকেহুঁ ভেল সন্দেহা।। তীর তরঙ্গিনি কদম্ব-কানন নিকট জমুনা ঘাটে। উলটি হেরৈতে উবটি পরল চরণ চীরল কাটে।। সুকৃত সুফল সুন্দহ সুন্দরি গোবিন্দ বচন সারে। সো রম রমন […]
keyboard_arrow_right