নদীয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গসুন্দরে। ডুবিল ভকত সব শোকের সাগরে।। কাঁদিছে অদ্বৈতাচার্য্য শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর।। মুকুন্দাদি নরহরি কএদে উচ্চ রায়। চন্দ্রশেখর কাঁদি ধূলায় লোটায়।। কাঁদিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া।। সুখময় কীর্তন করিত নদীয়ায়। সোঙরি সে সব বাসুর হিয়া ফাটি যায়।।
keyboard_arrow_right