• তোর এঁঠো বড় মিঠ লাগে কানাই রে
    তোর এঁঠো বড় মিঠ লাগে কানাই রে। খাইতে বড় সুখ পাই তেঞি তোর এঁঠো খাই খেত্যে খেত্যে বেতে (মুখ) হৈতে দিতে হৈল ভাই রে।।ধ্রু।। ও রাঙ্গা অধর মাঝে না জানি কি মধু আছে আমরা তোর চান্দমুখের বালাই যাই রে। এই উপহার নেও খাইয়া আমাদিগে দেও এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই রে।। keyboard_arrow_right
  • হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি
    হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি রূপে জিতল কোটি কাম। অঙ্গহি অঙ্গ ঘামকুল সঞ্চরু যৈছন মোতিম-দাম।। নয়নহি নির বহ কম্পই থির নহ হাসি কহত মৃদু বাত। কো জানে কি ক্ষণে ঘর সঞে আয়লুঁ ঠেকি গেলুঁ শ্যামর হাত।। বেশক উচিত দান কতু না শুনিয়ে কাহাঁ শিখলি অবিচার। বুঝি দেখি নিরজন বন সে গোবর্দ্ধন লূটবি তুহুঁ বাটপার।। সো […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ