• কীর্ত্তন-রসময় আগম-অগোচর
    কীর্ত্তন-রসময় আগম-অগোচর কেবল আনন্দ-কন্দ। অখিল-লোক-গতি ভকত প্রাণ পতি জয় নিত্যানন্দ চন্দ।। হেরি পতিতগণ করুণ বিলোকন জগ ভরি তারল অপার। ভব-ভয়-ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য ধন্য অবতার।। হরি সংকীর্ত্তন মাতল জগ-জন সুর নর নাগ পশুপাখী। সকল বেদ-সার প্রেম-সুধা-রস দেয়ল কাহু না উপেখি।। ত্রিভুবন-মঙ্গল নাম-প্রেম-বলে দূরে গেল কলি-আন্ধিয়ার। শমন-ভবন পথ সবে এক রোধল বঞ্চিত রাম দুরাচার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ