মাধব পেখলুঁ সো নববালা। বরজ রাজপথে চাঁদ উজালা।। অধরক হাস নয়নযুগে মেলি। হেম কমল পর চঞ্চরী খেলি।। হেরি তরুণী কোই করু পরিহাস। অন্তরে সমুঝয়ে বাহিরে উদাস।। শুনিয়া না শুনে রস পরসঙ্গ। চরণ চলন গতি মরাল সুরঙ্গ।। বক্ষ জঘন গুরু কটি ভেল ক্ষীণ। নয়নানন্দ দরশ শুভ দিন।।
keyboard_arrow_right