দেখিয়া যমুনা নদীর তরঙ্গ উঠিছে দারুণ ফেনা। দেখিয়া নাগরী সকল গোয়ালী লাগিল বিস্ময়পনা।। কেমনে এ নদী যমুনা পেরাব মোর মনে হেন লয়। তরঙ্গ অপার বহিছে দুধার হইছে সবার ভয়।। কোন গোপীবলে কোন গোয়ালিনী “এ বড়ি বিষম দেখি। ইহার উপায় কি বুদ্ধি করিব বলহ সকল সখি।। কোন বা সাহসে যদি জালে নামি ডুবিয়া মরিব তবে উপায় […]
keyboard_arrow_right