প্রলয়পয়োধিজলে ধৃতবানসি বেদং। বিহিতরহিত্রচরিত্রমখেদম্।। কেশব ধৃতমীনশরীর জয় জগদীশ হরে।। ক্ষিতিরতিবিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে। ধরণিধরণকিণচক্রগরিষ্ঠে।। কেশব ধৃতকূর্ম্মশরীর জয় জগদীশ হরে।। বসতি দশনশিখরে ধরণী তব লগ্না। শশিনি কলঙ্ককলেব নিমগ্না।। কেশব ধৃতশূকররূপ জয় জগদীশ হরে।। তব কর-কমলবরে নখমদ্ভুতশৃঙ্গং। দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম।। কেশব ধৃতনরহরিরূপ জয় জগদীশ হরে।। ছলয়সি বিক্রমণে বলিমদ্ভুতবামন। পদনখনীরজনিতজনপাবন।। কেশব ধৃতবামনরূপ জয় জগদীশ হরে।। ক্ষত্রিয়রুধিরময়ে জগদপগতপাপং। স্নপয়সি পয়সি শমিতভবতাপম্।। […]
keyboard_arrow_right