স্বজনি, ও ধনী কে কহ বটে। গোরচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে।। শুন হে পরান সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচ মূলে হেম কার দোলে সুমেরুশিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুর রাশি। কাঁদিয়ে আঁধার কলঙ্ক […]
keyboard_arrow_right