চন্দন গঞ্জনা চাঁদ গগনে যদি তোর পাই লাগি। লোহার মূষলে ভাঙ্গিয়ে তোমারে করিমু শতেক ভাগি।। শিখি সব তন্ত্র রাহু গ্রহ মন্ত্র সাধন করিয়া আগে। উগারে না দিয়া চাঁদ ঘুচাইয়া তবেই গরব ভাঙ্গে।। পূর্জি দেবরাজ সাধিব এ কাজ ঢাকিয়া রাখিব মেঘে। অমাবস্যা তিথি আঁধারিয়া রাতি তেমতি সদাই লাগে।। পরাশর তাথে মৎস্যগন্ধা সাথে কূহায়ে সুরতি রঙ্গ। চণ্ডীদাস […]
keyboard_arrow_right