লীলা-কীর্তনে সখ্য ও বাৎসল্য রসের পদ আছে, সেগুলি সংখ্যায় অল্প ৷ শ্রীরাধাকৃষ্ণের, শ্রীগৌরাঙ্গ-নিত্যানন্দের জন্ম-লীলাদির পদ আছে, তাহারও সংখ্যা বেশী নহে ৷ বাৎসল্য-রসের পদের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মলীলা, নন্দোৎসব, ফলক্রয়-লীলা, নবনীহরণ, শ্রীকৃষ্ণ-বলরামের গোষ্ঠাষ্টমীলীলা, শ্রীকৃষ্ণের বৎস-চারণাদি লীলা, শ্রীরাধার জন্মলীলা ইত্যাদি উল্লেখযোগ্য৷ সখ্যরসের পদের মধ্যে গোষ্ঠ ও উত্তর গোষ্ঠ, যজ্ঞপত্নীগণের অন্নভোজন, শ্রীকৃষ্ণের সখাগণ সঙ্গে বনবিহারের পদ পাওয়া যায় ৷ গোষ্ঠলীলার মধ্যেও মধুর রসের পদ আছে, কারণ গোষ্ঠেও শ্রীরাধাকৃষ্ণের মিলন ঘটিয়াছে ৷ দান ও নৌকাখণ্ডের কথা পূর্বে উল্লেখ করিয়াছি ৷ দানের যেমন দুইটি পালা— একটি শ্রীরাধা ও গোপীগণের মথুরায় দধি দুগ্ধ বিক্রয়, অপরটি ভাগুরি মুনির যজ্ঞে ঘৃত দান ৷ নৌকা-বিলাসেরও তেমনই দুইটি পালা— একটি মথুরা-যাত্রাপথে যমুনায় নৌকা-বিহার, অপরটি শ্রীবৃন্দাবনেই মানসগঙ্গায় নৌকাবিহার ৷ গোবর্ধন-ধারণলীলারও পদ আছে৷ ঝুলন ও দোল মধুররসের পর্যায়ভুক্ত ৷ শ্রীকৃষ্ণের বয়ঃসন্ধির পদ নাই ৷ শ্রীরাধার বয়ঃসন্ধির পদ সুপরিচিত ৷ শ্রীখণ্ডের নয়নানন্দ কবিরাজ-রচিত শ্রীরাধার বয়ঃসন্ধির পদ পাওয়া গিয়াছে ৷ বিদ্যাপতি ও জ্ঞানদাসের রচিত বয়ঃসন্ধির পদই প্রচলিত ৷
বিদ্যাপতির রচিত বয়ঃসন্ধির পদ —
খেনে খেনে নয়ন কোণে অনুসরই ৷
খেনে খেনে বসনধুলি তনু ভরই ৷৷
খেনে খেনে দশন ছটাছটি হাস ৷
খেনে খেনে অধর আগে করু বাস ৷৷
চৌঙকি চলয়ে খেনে খেনে চলু মন্দ ৷
মনমথ পাঠ পহিল অনুবন্ধ ৷৷
হৃদয়জ মুকুলিত হেরি হেরি থোর ৷
খেনে আঁচর দেই খেনে হয়ে ভোর ৷৷
বালা শৈশব তারুণ ভেট ৷
লখই না পারিয়ে জেঠ কণেঠ ৷৷
বিদ্যাপত কহে শুন বর কান ৷
তরুণিম শৈশব চিহ্নই না জান ৷৷

শ্রীখণ্ডের রামগোপাল দাসের শাখা-নির্ণয় গ্রন্থ হইতে নয়নানন্দ কবিরাজের বয়ঃসন্ধির পদের সংবাদ পাওয়া যায় ৷ হেতমপুর রাজবাটীর বীরভূম-অনুসন্ধান-সমিতির সংগৃহীত পুঁথি হইতে নয়নানন্দের বয়ঃসন্ধির গৌরচন্দ্র ও একটি পদ পাইয়াছিলাম ৷ উদ্ধৃত করিয়া দিলাম ৷

৷৷ গৌরচন্দ্র ৷৷ ৷৷ সুহই ৷৷

বিমল সুরধুনী তীর ৷ কালিন্দী ভরমে অধীর ৷৷
বিহরই গোর কিশোর ৷ পূরব পিরিতি রসে ভোর ৷৷
রাজপথে নরহরি সঙ্গে ৷ খেনে হেরি গঙ্গ তরঙ্গে ৷৷
গদাধর লাজে তেজে পাশ মুরারীরে করু পরিহাস ৷৷
কৈশোর যৌবন সন্ধি ৷ নয়নানন্দ চিরবন্দী ৷৷

৷৷ পদ ৷৷ ৷৷ ধানসী ৷৷

মাধব পেখলুঁ সো নব বালা ৷ বরজ রাজপথ চাঁদ উজালা ৷
অধরক হাস নয়ন যুগ মেলি ৷ হেম কমলপর চঞ্চরী খেলি ৷৷
হেরি তরুণী কোই করু পরিহাস ৷ অন্তরে সমুঝয়ে বাহিরে উদাস ৷৷
শুনিয়া না শুনে জনু রস পরসঙ্গ ৷ চরণ চলন গতি মরাল সুরঙ্গ৷৷
বক্ষ জঘন গুরু কটি ভেল খীন ৷ নয়নানন্দ দরশ শুভ দিন ৷৷