মহাপ্রভুর শাখা ৷ নবদ্বীপ হইতেই সঙ্গী ৷ মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণের সময়ও উপস্থিত ছিলেন ৷ অদ্বৈত আচার্য-গৃহেও তাঁহাকে দেখি ৷ একসঙ্গেই পুরী চলিয়া যান ৷
শ্রীমুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী ৷
যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাঞী ৷৷
চট্টগ্রামে চক্রশালায় জন্ম ৷ বাসুদেব দত্তের কনিষ্ঠ৷ নবদ্বীপে মহাপ্রকাশের দিনে মহাপ্রভু বলিলেন— মুকুন্দ খড়জাঠিয়া । কখনো দন্তে তৃণ, কখনো হাতে জাঠা ৷ যেখানে যেমন সেখানে তেমন ৷ কখনো বলে জ্ঞান বড়, কখেনো বলে ভক্তি বড় ৷ মুকুন্দকে দর্শন দিব না ৷ মুকুন্দ জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন— কখনো কি দর্শন পাইব না? মহাপ্রভু বলিলেন, — কোটি জন্মের পর পাইবে ৷ মুকুন্দ নাচিয়া উঠিলেন— পাইব তো ! কোটি জন্মেও তো পাইব ৷ মহাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ৷