স্বনামধন্য কবি ৷ মহাপ্রভুর বাল্যলীলা লইয়া গ্রন্থ-রচয়িতা ৷ নৈষ্ঠিক রামভক্ত ৷ মহাপ্রভুর অনুরোধেও রামোপাসনা পরিত্যাগ করিতে পারেন নাই ৷ এইজন্যই মহাপ্রভু তাঁহাকে অতিশয় স্নেহ করিতেন ৷ মুরারি মহাপ্রভু অপেক্ষা বয়সে বড় ছিলেন, তথাপি পঠদ্দশায় মহাপ্রভু তাঁহাকে প্রায়ই বলিতেন—তুমি লতাপাতা লইয়া চিকিৎসার কাজ কর গিয়া, তুমি ব্যাকরণের কি বুঝিবে?
ব্যাকরণ শাস্ত্র এই বিষম অবধি ৷
কফ পিত্ত অজীর্ণ ব্যবস্থা নাহি ইথি ৷৷

মুরারি রামোপাসনা ছাড়িতে পারিলেন না ৷ অথচ মহাপ্রভুতে তাঁহার ভগবদ্‌বুদ্ধি জন্মিয়াছে ৷ তাঁহার অনুরোধ উপেক্ষা ! উভয়সঙ্কটে পড়িয়া তিনি আত্মহত্যার সঙ্কল্প করিয়াছিলেন— মহাপ্রভু গিয়া তরবারীখানি কাড়িয়া লইয়াছিলেন ৷