শ্রীকান্ত সেন, শিবানন্দ সেনের ভাগিনেয় ৷ মহাপ্রভুর শাখা ৷
শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম ৷
প্রভুর কৃপায় তেঁহ মহাভাগ্যবান ৷৷
একবার শ্রীকান্ত একাকী পুরীধামে গিয়া মহাপ্রভুর নিকট দুই মাস ছিলেন ৷ সেবার শ্রীবৃন্দাবন যাইবেন মহাপ্রভু, তাই শ্রীকান্তকে গৌড়ে পাঠাইয়া বলিয়া দিয়াছিলেন, এ বৎসর যেন বাঙ্গালার কেহ পুরীতে না আসেন ৷
আর একবার শ্রীকান্ত মাতুলের সঙ্গে পুরী আসিতেছিলেন ৷ পুরী-যাত্রায় যাত্রিগণের সমস্ত ব্যয় নির্বাহ করিতেন সেন শিবানন্দ ৷ এক স্থানে বাসার ও আহারাদির বন্দোবস্ত করিতে বিলম্ব হওয়ায় শ্রীপাদ নিত্যানন্দ শিবানন্দের তিনটি পুত্রেরই মৃত্যু হউক বলিয়া অভিশাপ দিতেছিলেন ৷ এমন সময় শিবানন্দকে আসিতে দেখিয়া শ্রীপাদ নিত্যানন্দ তাঁহাকে লাথি মারেন ৷ এই জন্য শ্রীকান্ত সকলের সঙ্গ ছাড়িয়া একাকী পুরী চলিয়া যান। তিনি পেটাঙ্গি (জামা) গায়ে দিয়া মহাপ্রভুকে প্রণাম করিতে উদ্যত হইলে সেবক গোবিন্দ বলিলেন— ‘শ্রীকান্ত আগে পেটাঙ্গি উতার’, জামাটা গা হইতে খুলিয়া ফেল ৷ মহাপ্রভু গোবিন্দকে বলিলেন— মনের দুঃখেই শ্রীকান্ত একাকী আসিয়াছে ৷ উহাকে কিছু বলিও না ৷ যাহাতে আনন্দ হয় শ্রীকান্ত তাহাই করুক ৷ শ্রীকান্ত বুঝিলেন, অন্তর্যামী ভগবান্‌ সমস্তই জানিয়াছেন ৷ তাই তিনি আর পথের কথা কিছু বলিলেন না ৷