অগ্রদ্বীপে শ্রীগোপীনাথ -বিগ্রহের প্রতিষ্ঠাতা ৷ প্রসিদ্ধ গায়ক, পদকর্তা ৷ শ্রীচৈতন্য শাখা ৷

গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই ৷
যা সবার কীর্তনে নাচে চৈতন্য গোসাঞী ৷৷

শ্রীনিত্যানন্দ প্রভু যখন বাঙ্গালায় আগমন করেন, তখন মহাপ্রভু মাধব ও বাসুদেব ঘোষকে নিতাই-এর সঙ্গে দেন ৷ গোবিন্দ মহাপ্রভুর নিকট নীলাচলেই থাকেন ৷

প্রভুসঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ ৷

মনে হয়, সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু পুরী হইতে যখন বাঙ্গালায় শুভাগমন করেন, সেই সময় গোবিন্দও সঙ্গে আসেন ৷ আর তিনি পুরীধামে ফিরিয়া যান নাই ৷ মহাপ্রভুর আদেশে তিনি বিবাহ করিয়াছিলেন, এইরূপ প্রবাদ অছে ৷ অগ্রদ্বীপের শ্রীগোপীনাথ-বিগ্রহ তাঁহারই প্রতিষ্ঠিত ৷ গোবিন্দের তিরোভাব-তিথিতে আজিও অগ্রদ্বীপে মেলা বসে ৷ আর গোপীনাথ -বিগ্রহের হাতে কুশ পরাইয়া পূজকগণ গোবিন্দের বাৎসরিক কৃত্যের অনুষ্ঠান করেন ৷