আমার মনে হয়, পুরীধামে রথাগ্রে কীর্তন-গায়ক কাঞ্চন গড়িয়ার দ্বিজ হরিদাস ৷ শ্রীচৈতন্য শাখা ৷ ইঁহারই দুই পুত্র, শ্রীদাম ও শ্রীগোকুলানন্দ ৷ শ্রীদাম শ্রীদাস নামেও খ্যাত ৷ এই দুইজন শ্রীনিবাস আচার্যের শিষ্য এবং শ্রীনরোত্তম ঠাকুরের প্রধান দোহার ৷ দ্বিজ হরিদাস বড় হরিদাস নামেরও পরিচিত ৷ ইনি পুরী হইতে শ্রীবৃন্দাবনে গিয়া বাস করেন ৷