রাঘব গোস্বামী ৷ দাক্ষিণাত্যবাসী ব্রাহ্মণ ৷ মহাপ্রভুর সঙ্গে পুরীধামে আসেন ৷ পরে গোবর্ধনে গিয়া বাস করেন ৷ শ্রীরঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে ইঁহার বিশেষ সৌহৃদ্য ছিল ৷ ভক্তিরত্নাকরে ইঁহার উল্লেখ আছে ৷
প্রেমানন্দ মত্ত সদা রাঘব গোসাঞী ৷
রাঘবের চরিত্র কহিতে অন্ত নাই ৷৷
দাক্ষিণাত্য বিপ্র মহাকুলীন প্রচার ৷
পরম বৈষ্ণব ক্রিয়া কে বর্ণিবে তাঁর ৷৷
দীনহীনে অনুগ্রহ সীমা দেখাইলা ৷
ভক্তিরত্ন প্রকাশ আদি গ্রন্থ যে বর্ণিলা ৷৷
* * * *
যাঁহার সর্ব্বস্ব শ্রীপর্ব্বত গোবর্দ্ধন ৷
গোবর্দ্ধনে বাস সর্ব্বশাস্ত্রে বিচক্ষণ ৷৷
মধ্যে মধ্যে ব্রজেতে গমন করে রঙ্গে ৷
মধ্যে মধ্যে রহে দাস গোস্বামীর সঙ্গে ৷
কভু কভু একযোগে আসি বৃন্দাবনে ৷
মহানন্দ পায় প্রভুগণের দর্শনে ৷৷
রাধাকৃষ্ণ চৈতন্য চরিত্র সদা গায় ৷
না ধরে ধৈরজ নেত্র জলে ভাসি যায় ৷৷
ধূলায় ধূসর স্পৃহা নাহি ভক্ষণেতে ৷
প্রবল বৈরাগ্য চেষ্টা কে পারে বলিতে ৷৷