শ্রীচৈতন্য শাখা ৷ শ্রীবক্রেশ্বর পণ্ডিত নর্তক ৷
বক্রেশ্বর পণ্ডিত প্রভুর প্রিয় ভৃত্য ৷
একভাবে চব্বিশ প্রহর যাঁর নৃত্য ৷৷
ইনি মহাপ্রভুকে বলিয়াছিলেন, — আমাকে দশ সহস্র গন্ধর্ব দাও তাহারা গান করুক, আমি নাচিব ৷ মহাপ্রভু বলিয়াছিলেন— তুমি আমার এক পক্ষ শাখা ৷ তোমার মত আর একটি পক্ষ পাইলে আকাশে উড়িয়া যাইতে পারি ৷ নবদ্বীপ-লীলা হইতেই ইনি মহাপ্রভুর সঙ্গী ৷ রথযাত্রার সময় প্রতি বৎসর নীলাচলে যাইতেন ৷ কখনো কখনো নীলাচলে কিছুদিন মহাপ্রভুর নিকট থাকিতেন ৷ শ্রীবাস পণ্ডিতের নিকট অপরাধী ভাগবতী দেবানন্দ ইঁহার সঙ্গগুণেই মহাপ্রভুর তথা শ্রীবাসের কৃপা লাভ করেন ৷