শ্রীচৈতন্য শাখা ৷ শ্রীঅদ্বৈতাচার্যের পুত্র ৷ শ্রীপাট শান্তিপুর ৷ সীতাদেবীর গর্ভে জন্ম ৷ ইনি শৈশব হইতেই শ্রীমহাপ্রভুর ভগবত্ত্বে বিশ্বাস করিতেন ৷ বহু দিন ইনি মহাপ্রভুর নিকট পুরীধামে বাস করিয়াছিলেন ৷ ইনি প্রতি বৎসর শান্তিপুর হইতে সঙ্কীর্তনের দল লইয়া পুরীধামে যাইতেন এবং রথের আগে কীর্তন গাহিতেন, নাচিতেন ৷ অচ্যুত যখন বালক, এক সন্ন্যাসী অদ্বৈতকে জিজ্ঞাসা করিয়াছিলেন— শ্রীকৃষ্ণচৈতন্যের গুরু কে? অদ্বৈতাচার্য বলিয়াছিলেন, —কেশব ভারতী ৷ অচ্যুত রাগিয়া প্রতিবাদ করিয়াছিলেন— বাবা, একি তোমার অন্যায় কথা ৷ শ্রীকৃষ্ণচৈতন্য জগতের গুরু ৷ তাঁহার আবার গুরু কে ? তুমি যদি এইরূপ শিক্ষা দাও, লোক উৎসন্ন যাইবে ৷