শ্রীখণ্ডের শ্রীনরহরি সরকার ঠাকুর শ্রীচৈতন্যদেবের নবদ্বীপ-লীলার সঙ্গী ৷ ইনি পুরীধামে গিয়াও কিছুদিন বাস করিয়াছিলেন ৷ ইঁহার জ্যেষ্ঠ সহোদর শ্রীমুকুন্দ ৷ মুকুন্দের পুত্র শ্রীরঘুনন্দন ৷ রঘুনন্দনকে বৈষ্ণবগণ গৌরব করিয়া শ্রীমহাপ্রভুর মানসপুত্র বলিতেন ৷ খ্রীষ্টাব্দের চৌদ্দ শত আশীর দিকে নরহরির আবির্ভাব ৷ পিতা শ্রীনারায়ণ দেব, মাতা শ্রীমতী গৌরী দেবী ৷ মুকুন্দ গৌড়-সুলতানের গৃহচিকিৎসক ছিলেন ৷ মহাপ্রভু একবার পুরীধামে মুকুন্দকে জিজ্ঞাসা করিয়াছিলেন— তুমি পিতা, রঘুনাথ তোমার পুত্র? না, তুমি পুত্র, রঘুন্দন তোমার পিতা ? মুকুন্দ বলিয়াছিলেন— রঘুনাথ হইতেই আমাদের কৃষ্ণভক্তি, সুতরাং রঘুনন্দনই আমার পিতা ৷ শ্রীখণ্ডে বহু ভক্ত, সাধক, পণ্ডিত, কবি জন্মগ্রহণ করিয়াছিলেন ৷ আজিও অগ্রহায়ণ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে বড়ডাঙ্গা নামক স্থানে নরহরির তিরোভাব উপলক্ষে মেলা হয় ৷ মেলায় লীলাকীর্তন এবং শ্রীচৈতন্যমঙ্গল গান উল্লেখযোগ্য ৷