যেথা যেথা প্রভু অরুণ চরণে যাইবে হাঁটি ৷
সেথা সেথা সখি আমার অঙ্গ হউক মাটি ৷৷
যেই সরোবরে নিতি নিতি প্রভু সিনান করে৷
আমার এ দেহ হউক সলিল সে সরোবরে ৷৷
বিরহ মরণ দ্বন্দ্ব ঘুচাতে যাক জীবন৷
গোকুলচন্দ্র সাথে নবভাবে হোক মিলন৷৷
যেই দরপণে নিজ মুখ দেখে প্রভু আমার ৷
অঙ্গের জ্যোতি মোর পাক ঠাঁই মাঝারে তার ৷৷
যেই বীজনীতে প্রভু নিজ দেহ করে ব্যজন৷
তাহার মাঝারে মোর দেহ হোক মৃদু পবন ৷৷
শ্যাম জলধর প্রভু যেথা যেথা করে বিহার ৷
সেথায় সেথায় হউক গগন দেহ আমার ৷৷
আমার এ দেহ মিলায়ে এমনি পঞ্চভূতে ৷
নূতন করিয়া পায় যেন সেই নন্দসুতে ৷৷
কনক গৌরি গোবিন্দদাস তোমারে ভণে ৷
সেই মরকততনু তোমা ছাড়ি রবে কেমনে ? (ব্রজবাঁশরী)