রাধা যমুনার জল আনতে যান, রন্ধনশালায় যান, অঙ্গন মার্জনা করেন, আরও অনেক গৃহকর্ম করেন; কিন্তু তাঁর মন পড়ে থাকে সব সময়ই শ্রীকৃষ্ণে ৷ গৃহসংসারে বন্দিনী সংসার-ধর্মরতা কুলবধূর পরপূরুষের চিন্তা আর বিষয়কর্মরত ভক্তের পরম-পুরুষের চিন্তা দুই-এর মধ্যে আনুরূপ্য পরকীয়াবাদের একটা অতিসাধরণ ব্যাখ্যা ৷ পরমহংসদেবও বিষয়াসক্ত ভক্তের কথা বোঝাতে এই আনুরূপ্য প্রয়োগ করেছেন ৷ এই প্রসঙ্গে স্কন্দপুরাণের শ্লোকটিকে মনে পড়ে —

যুবতীনাং যথা যুনি যূনাঞ্চ যুবতৌ যথা ৷
মনোঽভিরমতে তদ্‌বৎ মনোভিরমতাং ত্বয়ি ৷৷
এই মনোভিরামত্বকে আরো নিবিড় ও গভীর করে দেখাতে হলেই পরকীয়া যুবতীর কথা ও তরুণ পরপুরুষের কথা বলতে হয় ৷