খাঁটি বাংলাভাষার পদগুলিতে সংস্কৃত কাব্যের প্রভাব অতি সামান্য ৷ ব্রজবুলিতে রচিত পদগুলি সংস্কৃত কাব্যধারার দ্বারা বিশেষভাবে প্রভাবান্বিত ৷ সংস্কৃত কাব্যে প্রেম ও কামের মধ্যে একটা সীমারেখা নাই— প্রেম ও কাম অঙ্গাঙ্গিভাবে অনুস্যুত ৷ এখন যেমন, বিদেহ প্রেম, নিষ্কাম প্রেম, অতীন্দ্রিয় প্রেম, অবান্তর প্রেম ইত্যাদি নিয়ে কাব্য রচিত হয়, সংস্কৃতে তা হত না ৷ দেহসম্পর্কশূন্য নিরালম্ব […]
keyboard_arrow_right