বিদ্যাপতি বঙ্গীয় পদকর্তাদের গুরুস্থানীয় ৷ বিদ্যাপতি শ্রীকৃষ্ণের ব্রজলীলার প্রায় সমস্ত প্রকরণের ও সমস্ত অঙ্গেরই পদ রচনা করেছেন ৷ পদকর্তারা— বিশেষতঃ চৈতন্যোত্তর পদকর্তাদের অনেকেই বিদ্যাপতির অনুবর্তী ৷ বিদ্যাপতির প্রধান শিষ্য গোবিন্দদাস কবিরাজ ৷ গোবিন্দদাস শিষ্যজনোচিত দীনতার সঙ্গে নিজেই বলেছেন—

বিদ্যাপতি-পদ-যুগলসরোরুহ-নিস্যন্দিত মকরন্দে ৷
তছু মঝু মানস মাতল মধুকর পিবইতে করু অনুবন্ধে ৷৷
হরি হরি আর কিয়ে মঙ্গল হোয় ৷
রসিকশিরোমণি নাগরনাগরী লীলা ফুরব কি মোয় ৷৷