• ক. পদাবলীর জন্মসূত্র
    আমাদের দেশে সংস্কৃত কাব্যের যে ধারা চলে আসছিল, কালক্রমে তা ক্ষীণ হয়ে পড়ল। সংস্কৃতে রচিত বৈষ্ণব সাহিত্যের কথা ছেড়ে দিয়ে ভট্টনারায়ণের বেণীসংহারই বাংলার উল্লেখযোগ্য নাটক, গোবর্দ্ধনাচার্য্যের আর্য্যাসপ্তশতী ও ধোয়ীসেনের পবনদূত উল্লেখযোগ্য কাব্য আর সন্ধাকর নন্দীর রামচরিত একমাত্র ঐতিহাসিক কাব্য । বাংলাদেশের কাব্যসাহিত্যের ধারা অন্য পথে প্রবাহিত হল— সঙ্গীতের আমন্ত্রণে ও প্রয়োজনে । সংস্কৃত ভাষাকে অবলম্বন […] keyboard_arrow_right
  • খ. জয়দেব
    জয়দেবই পদকর্তাদের গুরু । জয়দেবের পদাবলীর ছন্দ, বিষয়বস্তু , গঠনভঙ্গী, পদবিন্যাস, আলঙ্কারিকতা, ভাবভঙ্গী সবেরই অনুসরণ করেছেন পরবর্তী পদকর্তারা। কেবল তাঁর পদে যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যভাবের কথা মাঝে মাঝ আছে বড়ু চণ্ডীদাস ছাড়া অন্য কোন পদকর্তা সে ভাবের অনুসরণ করেননি ৷ পদকর্তারা কেবল জয়দেবের পদবিন্যাস অনেক পদে গ্রহণ করেননি— কোন কোন শ্লোককে অভিনব পদের আকারও দান করেছেন, […] keyboard_arrow_right
  • গ. চর্যাপদ
    প্রাকৃত ভাষার নিকটবর্তী ভাষায় পদ রচনা করেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ ৷ এইগুলোকে চর্যাপদ বলা হয় ৷ এগুলোতে বঙ্গদেশে রূপান্তরিত বৌদ্ধ সাধনমার্গের তত্ত্বগুলি সাঙ্কেতিক ভঙ্গীতে ও রূপকের আবরণে সাঙ্গীতিক রূপ লাভ করেছে ৷ মনে হয়, এরূপ পদ দেশে অনেক ছিল ৷ ক্রমে বৌদ্ধধর্মের বিলুপ্তি এবং ভাষার দ্রুত পরিবর্তনের ফলে চর্যাপদগুলিও অপ্রচলিত হয়ে পড়ল ৷ কতগুলো এই শ্রেণীর […] keyboard_arrow_right
  • ঘ. সংস্কৃত উৎস
    বৈষ্ণব পদকর্তাদের অনেকেই সংস্কৃত সাহিত্য ও অলঙ্কারশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন ; ভাগবত ছিল তাঁদের ধর্মগ্রন্থ ৷ অন্যান্য পুরাণের সঙ্গেও তাঁদের ঘনিষ্ঠ পরিচয় ছিল ৷ সংস্কৃত রাগসাহিত্যের সমস্ত উপাদান উপকরণই বৈষ্ণব কবিরা পদাবলী-রচনায় গ্রহণ করেছেন ৷ রসমঞ্জরী, অমরুশতক, আর্যাসপ্তশতী, শৃঙ্গারতিলক, বাৎস্যায়নের কামসূত্র ইত্যাদি কাব্যগ্রন্থ থেকে তাঁরা অনেক ভাববস্তু গ্রহণ করেছেন ৷ সদুক্তিকর্ণামৃত, কবীন্দ্রবচনসমুচ্চয়, সুভাষিতাবলী, পদ্যাবলী, সূক্তিমুক্তাবলী, শার্ঙ্গধরপদ্ধতি,সূক্তিরত্নহার […] keyboard_arrow_right
  • ঙ. বিদ্যাপতি
    বিদ্যাপতি বঙ্গীয় পদকর্তাদের গুরুস্থানীয় ৷ বিদ্যাপতি শ্রীকৃষ্ণের ব্রজলীলার প্রায় সমস্ত প্রকরণের ও সমস্ত অঙ্গেরই পদ রচনা করেছেন ৷ পদকর্তারা— বিশেষতঃ চৈতন্যোত্তর পদকর্তাদের অনেকেই বিদ্যাপতির অনুবর্তী ৷ বিদ্যাপতির প্রধান শিষ্য গোবিন্দদাস কবিরাজ ৷ গোবিন্দদাস শিষ্যজনোচিত দীনতার সঙ্গে নিজেই বলেছেন— বিদ্যাপতি-পদ-যুগলসরোরুহ-নিস্যন্দিত মকরন্দে ৷ তছু মঝু মানস মাতল মধুকর পিবইতে করু অনুবন্ধে ৷৷ হরি হরি আর কিয়ে মঙ্গল […] keyboard_arrow_right
  • চ. ব্রজবুলি
    সে যুগে মিথিলার সঙ্গে, বিদ্যাজ্ঞানের আদানপ্রদানের পথে, বাংলার ঘনিষ্ঠ পরিচয় ছিল ৷ বিদ্যাপতির পদাবলী শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের আগে থেকেই বাংলাদেশে প্রচলিত ছিল ৷ বিদ্যাপতির পদাবলীর ভাষার নাম ব্রজবুলি ৷ ডাঃ সুকুমার সেনের মতে খৃঃ ৭ম-৮ম শতাব্দী থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত পাঁচ শ বছর ধরে আর্য ভাষাভাষীদের মধ্যে আর্যাবর্তের কথ্যভাষার সার্বভৌম সাধুরূপকে আশ্রয় করে যে সাহিত্য রচনার […] keyboard_arrow_right
  • ছ. শ্রীচৈতন্যের প্রভাব
    শ্রীচৈতন্যের আগে প্রচলিত ছিল বিদ্যাপতির পদাবলী এবং কারও কারও মতে দ্বিজ চণ্ডীদাসের পদাবলী ৷ শ্রীচৈতন্যের সময় থেকে বাংলার পদাবলীর প্রকৃতপক্ষে সূত্রপাত ৷ শ্রীচৈতন্যের তিরোধানের পর এর স্বর্ণযুগের আবির্ভাব হয়৷ শ্রীচৈতন্যের পূর্বে যা ছিল কুট্নল তা ই তাঁর পরে বহুদলে বিকশিত হয়ে উঠল৷ শ্রীচৈতন্যের জীবনই ছিল একখানা মহাকাব্য, তা ই শত শত ভাগে বিকীর্ণ হয়ে পদাবলীর […] keyboard_arrow_right
  • জ. বৈষ্ণবাচার্যগণ
    চৈতন্যোত্তর পদকর্তারা সবচেয়ে বেশি অনুপ্রাণনা লাভ করেছেন রূপ, সনাতন, কবিকর্ণপুর, স্বরূপ দামোদর, জীবগোস্বামী ইত্যাদি বৈষ্ণবাচার্যগণের রচনা থেকে ৷ শ্রীচৈতন্যের সময়ে শ্রীরূপের রচনা সম্ভবতঃ বঙ্গদেশে এসে পৌঁছয়নি— বহু গ্রন্থ তখনও বিরচিতও হয়নি৷ সেজন্য তাঁর রচনার প্রভাব চৈতন্যের সমসাময়িক পদকর্তাদের রচনায় বিশেষভাবে লক্ষ করা যায় না৷ চৈতন্যের তিরোধানের পর পঞ্চাশ বছরের মধ্যে বৈষ্ণব গুরুদের গ্রন্থগুলো বাংলার বৈষ্ণবসমাজে […] keyboard_arrow_right
  • ঝ. বড়ু চণ্ডীদাস
    বড়ু চণ্ডীদাসের কৃষ্ণকীর্তন শ্রীচৈতন্যের সময়ে এবং তৎপরবর্তী কালে অপরিচিত ছিল না৷ এই পুস্তকে দানখণ্ড, নৌকাখণ্ড ইত্যাদির পদগুলি অমার্জিত ও রসাভাসদুষ্ট হলেও পদকর্তাদের বিষয়বস্তু ও রচনাভঙ্গী যুগিয়েছিল, এটা বলতে পারা যায় ৷ বিশেষতঃ কৃষ্ণকীর্তনের রাধা-বিরহেই বঙ্গভাষায় পদরচনার সূত্রপাত্র হয়েছে বলতে হবে৷ বড়ু চণ্ডীদাসের ‘কে না বাঁশী বায় বড়ায়ি কালিনী নই কূলে’ ‘যে কাহ্ন লাগিয়া মো আন […] keyboard_arrow_right
  • ঞ. ভক্তিসাহিত্য
    বিদ্যাপতি বৈষ্ণব কবি ছিলেন, বৈষ্ণব সাধক ছিলেন কিনা জানা নাই৷ অনেকের মত ইনি ছিলেন পঞ্চোপাসক ৷ তিনি কেবল রাধাকৃষ্ণের প্রেমলীলার গানই লেখেননি ; তিনি অনেক বিষয়ে কাব্য-কবিতা লিখেছিলেন৷ নরনারীর প্রাকৃত অনুরাগের গানও তিনি লিখেছিলেন অনেক ৷ সেগুলোতে রাধা-কৃষ্ণের নাম নাই, এমন কি বৃন্দাবনের পটভূমিকাও নাই ৷ সেগুলোকেও সংগ্রাহকগণ বৈষ্ণব পদাবলীর অন্তর্ভুক্ত করে নিয়েছেন ৷ বাংলার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ