পদাবলীর ভণিতাগুলি অতি সংক্ষিপ্ত ৷ কিন্তু সংক্ষিপ্ত ২৷৪ টি কথায় পদকর্তারা স্পষ্টই বুঝিয়েছেন — তাঁরা কেবল রাধাকৃষ্ণের প্রেমলীলার অনাসক্ত বা উদাসীন বর্ণনাকারী শিল্পী নন— তাঁরা ঐ লীলা নিজেরাও উপভোগ করছেন, তাঁরা লীলাসহচর বা লীলাসহচরী ৷ তবে এ কোন্‌ লীলা যে লীলায় সাধক-ভক্তকবি লীলাসঙ্গীর অভিনয় করছেন ? ভণিতায় আভাসিত পদকর্তাদের সখীভাবই সমস্ত পদটিকে প্রাকৃত ও লৌকিক স্তর থেকে লোকাতীত স্তরে উদ্‌বর্তিত করছে ৷