পদের বাক্যবলীর ক্রমানুসৃতি সব কবির একই রকম নয় ৷ তার দ্বারাই রচনাশৈলীর বৈশিষ্ট্য ধরা যায় ৷ গোবিন্দদাসের রচনার ক্রমপারম্পর্য আলঙ্কারিক (rhetorical sequence)৷ অলঙ্কৃতির আকাঙ্ক্ষার উপর তাঁর পদের গঠন নির্ভর করত ৷ চম্পতির রচনার ক্রম যুক্তিমূলক (argumentative sequence), যুক্তিপরম্পরার আকাঙ্ক্ষার উপর পদের গঠন নির্ভর করিত ৷ চণ্ডীদাস, জ্ঞানদাস, নরোত্তমদাস ইত্যাদি অধিকাংশ কবির রচনার ক্রমআবেগাত্মক (emotional sequence) ৷ অনেকের পদে কোন বিশিষ্ট পরম্পরা অনুসৃত হয়নি ৷ সেজন্য বাক্যগুলো তাঁদের পদের মধ্যে গাঢ়বন্ধতা লাভ করেনি ৷