শ্রীঅদ্বৈত শাখায় নারায়ণ দাস ৷ ইনি শ্রীপাদ রূপগোস্বামীর সঙ্গে শ্রীবৃন্দাবনে শ্রীমাধবেন্দ্র পুরীর আবিষ্কৃত গোপাল দর্শন করিয়াছিলেন ৷

শ্রীনিত্যানন্দ শাখায়—
নারায়ণ কৃষ্ণদাস আর মনোহর ৷
দেবানন্দ চারি ভাই নিতাই কিঙ্কর ৷৷

বৈষ্ণব -বন্দনায় — দামোদর পণ্ডিতের ভ্রাতা—
বন্দো মহা নিরীহ পণ্ডিত দামোদর ৷
পীতাম্বর বন্দো তার জ্যেষ্ঠ সহোদর ৷৷
বন্দো শ্রীজগন্নাথ শঙ্কর নারায়ণ ৷
বড় উদাসীন এই ভাই পঞ্চজন ৷৷ (বৈষ্ণববন্দনা)

ইঁহাদের মধ্যে কোন্‌ নারায়ণ পুরীতে কীর্তনে যোগ দিয়াছিলেন জানা যায় না ৷