পাণিহাটিতে ব্রাহ্মণ-কুলে আবির্ভূত ৷ মহাপ্রভুর শাখা ৷ মহাপ্রভু ইঁহার শ্রীবিগ্রহের সেবাপারিপাট্যের ভূয়সী প্রশংসা করিতেন ৷ ইঁহারই ভগিনী দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য সংবৎসরের উপযোগী ভক্ষদ্রব্য প্রস্তুত করিয়া রাখিতেন ৷ রথযাত্রার সময়ে রাঘব তাহা পুরীধামে লইয়া যাইতেন ৷ ভক্ষ্যদ্রব্যগুলি যাহাতে অবিকৃত থাকে, দময়ন্তী দেবী সে বিষয়েও লক্ষ্য রাখিতেন ৷ ইহাই ‘রাঘবের ঝালি’ নামে প্রসিদ্ধি লাভ করিয়াছে ৷
এই সম্প্রদায়ে আচার্য অদ্বৈত নৃত্য করিয়াছিলেন৷